জেলা

বাংলায় পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে হিংসার বলি ১৫ জনের মধ্যে তৃণমূলের ১০, বিজেপির ২, সিপিআইএমের ২ এবং ১ ভোটার !

বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৬.২৮ শতাংশ।  পঞ্চায়েত ভোটের সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃত্যুর খবর আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। বিভিন্ন হাসপাতালে আহত হয়ে ভর্তি অনেকে। তৃণমূল, বিজেপি, সিপিএম প্রত্যেক দলই তাঁদের কর্মীদের মৃত্যু দাবি করেছে। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, তাতে মৃত ১৫ জনের মধ্যে ১০ জন তৃণমূল কর্মী বা সমর্থক। বিজেপি-র ২ জন এবং সিপিএমের ২ জন। অন্যদিকে একজন ভোটারেরও মৃত্যু হয়েছে। এদিন মুর্শিদাবাদে একাধিক হিংসার খবর আসতে শুরু করেছে। মুর্শিদাবাদে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। কোচবিহারের দিনহাটাও সংঘর্ষে উত্তপ্ত হয়েছে। এদিন ভোটপর্ব শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর সামনে আসতে শুরু করেছে। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির করেছে সিপিএম। বোমার আঘাতে মৃত্যু আনিসুর অস্তাগারের। বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০৩ নম্বর বুথ ফুল মালঞ্চ প্রাথমিক স্কুলের ঘটনা। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনের ভোটের নদিয়ার বলি ১। নদিয়ার চাপড়ায় বড় আন্দুলিয়া হাই স্কুলের ১০০ নম্বর বুথে ছাপ্পা মারার অভিযোগ পাশাপাশি গুলি চালানোর অভিযোগ তুলল বিরোধীরা। শাসকদলের বিরুদ্ধে স্কুলের ১০০ নম্বর বুথে ছাপ্পা মারার অভিযোগের পাশাপাশি গুলি চালানোর অভিযোগ তুলল বিরোধীরা, শাসকদলের বিরুদ্ধে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫।