বিদেশ

দক্ষিণ কোরিয়ায় হ্যালোউইন উৎসবে ভয়াবহ দুর্ঘটনা, পদপিষ্ঠ হয়ে মৃত ১৫১, আহত ১৫০

দক্ষিণ কোরিয়ায় ভূতের উৎসবে পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন ১৫১জন। আহত কমপক্ষে ১৫০। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। মৃতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই তরুণ। ১৫১ জনের মধ্যে ১৯ জন বিদেশি। মৃতের সঠিক কারণ এখনও জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইয়ন সুক ইওল পদপিষ্টের ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার রাতে সোলের আইটেওন জেলায় ওই বাজারের সরু গলিতে প্রায় এক লক্ষ লোকের ভিড় হয়েছিল। রাত যত বাড়তে থাকে, ভিড় ততটাই বাড়ে। সে সময়ই এই বিপর্যয় ঘটে। মৃতদের মধ্যে বহু তরুণ-তরুণীও রয়েছে। ২০১৪ সালে এরকম এক ভয়াবহ ঘটনার সাক্ষী ছিল দক্ষিণ কোরিয়া। সে বছর পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারান ৩০০ জন।