জেলা

হল না শেষরক্ষা, নৈহাটির শিবদাসপুরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু

শেষ রক্ষা আর হল না। কল্যাণী হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টার অপারেশনের পরেও বাঁচানো গেল না তৃণমূল নেতা জাকির হোসেনকে। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তে এলাকার শোকের ছায়া নেমে আসে। গতকাল, শনিবার রাতে নৈহাটির শিবদাসপুরের জনবহুল এলাকায় গুলি ও বোমা মারার ঘটনা ঘটে। সেই হামলায় তিনজন আহত হন। তাঁদের মধ্যে মহম্মদ জাকির নামে এক যুবকের অবস্থা সঙ্কটজনক ছিল। আজ, রবিবার তাঁর মৃত্যু হয়। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। জাকিরের শরীরে তিনটি গুলি লাগে। কল্যাণী জেএনএম

হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গতকাল রাতেই অস্ত্রোপচার হয়। তারপরেই এদিন সকালে মৃত্যু হয়। জানা যায়, ওই যুবক একটি চায়ের দোকানে বসেছিলেন। তখন দু’টি বাইকে করে ছ’জন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। কমপক্ষে তিন রাউন্ড গুলি চলে। এরপর দুষ্কৃতীরা পাঁচ-ছ’টি বোমা ছুড়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ জাকির হোসেন ও আশাবুল আলীর মধ্যে। মাঝে একবার গন্ডগোল হয়েছিল জমিতে চাষ করা নিয়ে। থানা পুলিশও হয়েছিল। গতকাল রাতে এক বন্ধুর সঙ্গে জাকির একটি চায়ের দোকানে বসেছিল। হঠাৎ সেখানে কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে আসে আশাবুল।