দেশ

সরকারি কর্মীদের বেতন থেকে ১৫৭ কোটি পিএম কেয়ারে! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

রেল থেকে শুরু করে মহাকাশ গবেষণা বিভাগ সহ অন্তত ৫০টি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন থেকে ১৫৭.২৩ কোটি টাকা জমা পড়েছে পিএম কেয়ার ফান্ডে। আরটিআইয়ের মাধ্য়মে জানা গেছে। শুধুমাত্র রেলের কর্মীদের বেতন থেকেই ১৪৬.৭২ কোটি টাকা গিয়েছে প্রধানমন্ত্রীর এই বিশেষ তহবিলে। এরপরেই তালিকায় রয়েছে মহাকাশ গবেষণা বিভাগ। তাঁদের কর্মীদের বেতন থেকে জমা পড়েছে ৫.১৮ কোটি টাকা। আরটিআইয়ের উত্তরে মহাকাশ গবেষণা বিভাগ জানিয়েছে, বেতন থেকে নিজের সামর্থ্য অনুযায়ী কর্মীরা পিএম কেয়ার ফান্ডে সাহায্য দান করেছেন। তবে বড় সরকারি প্রতিষ্ঠান যেমন, স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থা, পিএমও, পোস্ট অফিস আরটিআইয়ের জবাব দেয়নি। পিএম কেয়ার ফান্ডের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও এর আগে এতদিন যা সাহায্য জমা পড়েছে তার তথ্য দিতে অস্বীকার করেছিল। জানিয়েছিল, পিএম কেয়ার ফান্ড জনগণের তথ্য জানার অধিকারের আইনের আওতায় পড়ে না। তবে যাবতীয় তথ্য পিএমকেয়ারস ডট গভ ডট ইন ওয়েবসাইটে পাওয়া যাবে।