আনলক ৫-এর নির্দেশিকা অনুযায়ী আজ থেকেই খুলছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, বিনোদন পার্ক ও সুইমিং পুল। তবে তাদের থাকতে হবে কন্টেনমেন্ট জোনের বাইরে। ইতিমধ্যে টিকিট কাটা শুরু বুক মাই শোতে। অবশেষে প্রায় সাত মাসের মাথায় সিনেমা হলের দরজা খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কিন্তু, সিনেমা হলে থাকবে স্বাস্থ্যবিধির একাধিক শর্ত। হলের আসনের মাত্র ৫০ শতাংশের টিকিট বিক্রি করা যাবে। বজায় রাখতে হবে দূরত্ববিধি। নিয়মিত হল স্যানিটাইজও করতে হবে। সিনেমা প্রেমীদের কাছে এই খবর স্বস্তির হলেও এখনই চিন্তার রয়েছেন হলের মালিকপক্ষ। কারণ, মাত্র ৫০ শতাংশ টিকিট বিক্রি হলে লাভের আশা নেই।
দেখে নিন সেই নিয়মাবলি –
১) পঞ্জাব ও উত্তর প্রদেশের মতো কিছু রাজ্যে অবশ্য খুলছে স্কুল। উপস্থিতি নিয়ে কোনও কড়াকড়ি করা যাবে না, অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে আসতে হবে, প্রথম তিন সপ্তাহে পরীক্ষা নেওয়া যাবে না, ভার্চুয়াল ভাবে কেউ পড়া চালাতে চাইলে তাকে সেই সুযোগ দিতে হবে বলে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা আছে। তবে পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্র সহ অনেক রাজ্যে স্কুল খোলা হচ্ছে না বলে জানা গিয়েছে।
২) সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে ৫০ শতাংশ আসন ভরে খুলতে পারে। যেসব আসন ভরা হচ্ছে না সেখানে মার্কিং করে রাখতে হবে না। একটি শো শেষ হলেই আরেকটি শুরু করা যাবে না। ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে হবে। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে ও অ্যাডভান্স বুকিংয়ের ব্যবস্থা করতে হবে। সিনেমা হলের মধ্যে শুধু প্যাকেজড খাদ্য নিয়ে যাওয়া যাবে।
৩) বিনোদন পার্কের ক্ষেত্রে পার্ক খোলা ও বন্ধ হওয়ার পর এবং সারাদিনের মধ্যেও যেসব জায়গা সবাই ধরে সেগুলিকে স্যানিটাইজ করতে হবে। ফেস মাস্ক ফেলার জন্য আলাদা বিন রাখতে হবে। সুইমিং পুল বন্ধ রাখতে হবে। ওয়াকার পার্ক ও ওয়াটার রাইড খোলা রাখা যাবে, তবে জল জীবানুমুক্ত করতে হবে নিয়মিত ক্লোরিন ছড়িয়ে ও দূষণমুক্ত করে। পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে পার্কের বাইরে ও ভিতরে যাতে ভিড় না জমে যায়। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে। সর্বোচ্চ কত সংখ্যক মানুষ আসতে পারেন, সেটা আঁচ করে আগের থেকে পার্ক প্রশাসনকে ব্যবস্থা করতে হবে।
৪) সুইমিং পুলে সর্বাধিক ২০ জন সাঁতার কাটতে পারবেন। যারা ট্রেনিং সেন্টারে থাকেন, তাদের আবশ্যিক ভাবে নেতিবাচক কোভিড রিপোর্ট দিতে হবে। প্রত্যকে ট্রেনিং সেন্টারে কোভিড-১৯ টাস্ক ফোর্স রাখতে হবে ট্রেনার, কোচ ও কর্মীদের প্রশিক্ষণের জন্য।