দেশ

আফগানিস্তান থেকে আসা ১৬ জন করোনায় আক্রান্ত

তালিবানদের হাত থেকে মুক্তি মিললেও রক্ষা পেলেন না করোনা ভাইরাসের কবল থেকে। আফগানিস্তান থেকে ভারতে ফেরা ১৬ জনের করোনা সংক্রমণের খবর মিলেছে। এমনকী জানা যাচ্ছে, গতকাল যে তিনজন শিখ ধর্মগ্রন্থ গ্রন্থসাহিব এনেছিলেন সেই তিনজনও রয়েছেন এই তালিকায়। গতকালই ৭৮ জন যাত্রীকে নিয়ে কাবুল থেকে একটি বিশেষ বিমান তাজাকিস্তান হয়ে নয়াদিল্লি ফিরেছে। আর সেই যাত্রীদের মধ্যেই ১৬ জনের করোনা সংক্রমণের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। তালিবান কাবুলের দখল নেওয়ার পর সেই দেশ থেকে ভারতীয় নাগরিক সহ বেশ কিছু আফগান নাগরিকদেরও  ফিরিয়ে আনছে কেন্দ্র। তবে তাঁদের কোভিড টেস্টের বিষয়টি নিয়ে সচেতন ছিল দিল্লি। বিমানবন্দরেই তাঁদের টেস্ট করা হচ্ছে। দেওয়া হচ্ছে পোলিও টিকাও। সেই টেস্টেই এঁদের রিপোর্ট পজেটিভ আসে। অন্যদিকে, গতকাল আফগানিস্তান থেকে আসা গ্রন্থসাহিব মাথায় করে নিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। পাশাপাশি  গ্রন্থসাহিব বেশ কয়েকটি গুরুদওয়ারায় যেমন নিয়ে যাওয়া হয়। তেমনই দিল্লি বিমানবন্দরেও সেটি ছুঁয়ে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন  অনেকে। সুতরাং, গ্রন্থসাহিব নিয়ে আসা যাত্রীরা করোনা আক্রান্ত হওয়ায় ওই ৭৮ জন যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে করোনা আক্রান্ত সকল যাত্রীই উপসর্গহীন বলেই খবর। পাশাপাশি,  সেই সকল মানুষদেরও কোয়ারেন্টইন করার প্রস্তুতি চলছে।