বিদেশ

ঢাকার গুলিস্তানে বহুতলে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৬, আহত ১২০

 রাজধানীর গুলিস্তানের বহুতলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিস্ফোরণে ১৬ জন প্রাণ হারিয়েছেন। আহত ১২০। ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও শতাধিক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা। সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলায় স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। তার উপরে ছিল ক্যাফে কুইন নামের একটি খাবার হোটেল। প্রথম দু’টি তলার ছাদের অংশ ধসে আন্ডারগ্রাউন্ডে পড়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার বলেন, ভবনের নিচে অনেকে আটকা পড়ে আছেন। ভবন কেটে উদ্ধার করতে হবে। সে অনুযায়ী ফায়ার সার্ভিস কাজ করছে। ভবন ভাঙার ভারী যন্ত্রপাতি নিয়ে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্ফোরণে দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা সাভার পরিবহনের একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়। কীভাবে ভয়াবহ বিস্ফোরণ ঘটল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন দমকল আধিকারিকরাও।