কলকাতা

কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলের সার্ভার রুমে আগুন

কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দোলের দিন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে ওই বিলাসবহুল হোটেলের ২৩ তলার সার্ভার রুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। হতাহতের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হোটেলের ২৩ তলার সার্ভার রুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। ধোঁয়া দেখে তৎপরতা শুরু করে দেয় হোটেলের কর্মীরা। দ্রুততার সঙ্গে অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে এদিন আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা কি না তা খতিয়ে দেখছেন দমকল বাহিনীর আধিকারিকরা।