অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ৪১। আনাকাপাল্লি জেলার অচ্যুতপুরমের স্পেশ্যাল ইকনমিক জোনের ওই বেসরকারি কারখানার বুধবার দুপুরে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিস ও দমকলকর্মীরা। জখমদের উদ্ধার করে এনটিআর হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তারপর সময় যত এগিয়েছে, ততই বেড়েছে মৃতের সংখ্যা। প্রথমে অনুমান ছিল, কারখানার রিয়্যাক্টরে বিস্ফোরণ ঘটেছে। কিন্তু আধিকারিকদের সন্দেহ, বিদ্যুৎ সংক্রান্ত বিপর্যয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই কারখানায় দু’টি শিফ্ট মিলিয়ে প্রায় ৩৩০ জন কর্মী কাজ করেন। এদিনের দুর্ঘটনা মধ্যাহ্নভোজের সময় ঘটে। ফলে আরও বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে। দুর্ঘটনার পর ধোঁয়ার কুণ্ডলী ও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দমকলের ছ’টি ইঞ্জিন কাজে লাগানো হয়। উদ্ধারের কাজে ডাকা হয় এনডিআরএফ দলকে। কারখানার ভেতরে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে যাবেন। তিনি জেলা কালেক্টর ও পুলিস আধিকারিকদের সঙ্গে ঘটনা নিয়ে যোগাযোগ রেখে চলেছেন। মুখ্যমন্ত্রী ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। জখমদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।