বিদেশ

ফের ভূমিধস নেপালে, আহত ১১, মৃত ১৭, নিখোঁজ ৫

ফের ভূমিধস নেপালে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে নেপালের আচ্ছাম জেলায় ৷ স্থানীয় প্রশাসনের থেকে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত ওই ভূমিধসে মৃত্যু হয়েছে ১৭ জনের ৷ এখনও পর্যন্ত ৫ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে ৷ নেপালের তরফে সরকারি ভাবে জানানো হয়েছে যে শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় ৷ সেই বৃষ্টিতেই এই ভূমিধস ৷ বহু বাড়ি ধসে চাপা পড়ে৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল পৌঁছে যায় ঘটনাস্থলে ৷ উদ্ধার হয় ১৭টি মৃতদেহ ৷ ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ আহতদের মধ্যে যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র ৷ তবে পাঁচজনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তাঁদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷