Uncategorized

শিলিগুড়ির মাটিগাড়ার বিনোদন পার্কে জয় রাইডে চুল আটকে মাথার চামড়া উঠে এল কিশোরীর

বিনোদন পার্কে জয়রাইড চড়ার সময় ভয়ঙ্কর ঘটনা । জয় রাইডে চুল আটকে মাথার চামড়া উঠে এল কিশোরীর । ঘটনাটি ঘটেছে রবিবার, শিলিগুড়ির মাটিগাড়ার একটি বিনোদন পার্কে ৷ বর্তমানে গুরুতর জখম অবস্থায় মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১৭ বছরের কিশোরী । বুধবার ওই বিনোদন পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আহতের পরিবার । ঘটনায় সেভিং কিংডম নামে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের আরারিয়া জেলার একটি বেসরকারি স্কুল থেকে ৫০ জনের মতো পড়ুয়াকে শিলিগুড়িতে নিয়ে আসা হয় রবিবার । স্কুলের ওই প্রোগ্রামে শিক্ষিকা নীতু সরণ তাঁর ১৭ বছরের মেয়েকেও নিয়ে আসেন । মাটিগাড়ার দাগাপুরের সেভিং কিংডম নামে বিনোদন পার্কে স্কুলের বাচ্চারা অ্যাডভেঞ্চার উপভোগ করছিল । শিক্ষিকার মেয়ে তখন গো কার্ট (Go Kart) চালাচ্ছিল । সেইসময়ই আচমকা বিপত্তি ঘটে । কিশোরীর চুল আটকে মাথার চামড়া উঠে আসে । পরে চুল কেটে ওই কিশোরীকে উদ্ধার করা হয় । অভিযোগ, জখম কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ন্যুনতম ব্যবস্থাও করেনি পার্ক কর্তৃপক্ষ । এরপর মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে । ঘটনার পরই পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন জখম কিশোরীর মা ও পরিবারের সদস্যরা । তাঁদের অভিযোগ, গো কার্ট করানোর সময় পার্ক কর্তৃপক্ষের গাফিলতি ছিল । পার্কের পাশে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত নেই । অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ । পার্কের সুরক্ষা ব্যবস্থা কিছুই নেই বলে অভিযোগ তোলেন তাঁরা । আহতের দাদা অভিজিৎ সরণ বলেন, “বাচ্চাদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ ছিল । আমার বোনও তাতে অংশ নেয় । এই বিনোদন পার্কে গো কার্টিং করার সময় মাথার চুল পেঁচিয়ে গিয়েছিল তাতে । সেই সময়ই মাথার মাঝখান থেকে পুরো চামড়া সমেত চুল উঠে আসে । কোনও প্রকারে তার চুল কেটে তাকে সেখান থেকে উদ্ধার করা হয় । ন্যূনতম কোনও ব্যবস্থাপনা তাদের নেই ৷ তাকে সেখান থেকে টোটো করে একটি ছোট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ডাক্তারদের সঙ্গে কথা বলে নানারকম উপায়ে তার অস্ত্রোপচার হয় । তাকে এইচডিইউতে রাখা হয়েছে ।” তাঁর দাবি, পার্কের কর্তারা বারবার এসে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন । তাঁরা স্বীকার করেছেন তাঁদের সেই ঘটনার কোনও সিসিটিভি ফুটেজ নেই । কারণ যেখানে গো কার্টিং হয় সেখানে কোনও সিসিটিভি নেই ৷ পাশাপাশি গো কার্টিং করার জন্য যে ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত সেসব কিছুই নেই । হেলমেট পর্যন্ত দেওয়া হয়নি তাঁদের । এটা চরম গাফিলতি ।”