কলকাতা

সারদা মায়ের জন্মতিথিতে বেলুড়, মায়ের বাড়ি, জয়রামবাটিতে ভক্তদের ঢল

আজ সারদামায়ের ১৭০-তম জন্মতিথি। আর এই উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ। বেলুড়ের প্রথা অনুযায়ী মহাসমারোহে ভোরবেলা থেকেই মাতাঠাকুরানির জন্মতিথি উৎসব পালন শুরু হয়েছে। ভোর ৪টে ৪৫ মিনিটে রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্তবগান, বেদপাঠ, ভজন এবং বিশেষ পূজা ও হোম অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে অস্থায়ীভাবে নির্মিত সভামণ্ডপে চলছে বিভিন্ন অনুষ্ঠান। কথাপাঠ, ভক্তিগীতি গীতিনাট্য, ভজন ইত্যাদি। বেলা ১১টা থেকে হবে প্রসাদ বিতরণ। দুপুর তিনটেয় ধর্মসভা। ধর্মসভার শেষে মূল মন্দিরে সন্ধ্যারতির পরই শেষ হবে এবারের মত মায়ের জন্মতিথি উৎসব। সকাল থেকেই অগণিত দর্শক এবং ভক্ত দের ভিড় জমেছে বেলুড় মঠে। একইসঙ্গে মা সারদার জন্মভিটে বাঁকুড়ার জয়রামবাটিতেও পালিত হচ্ছে মায়ের জন্মতিথি। সেজে উঠেছে  জয়রামবাটি মাতৃমন্দির। সকাল থেকে অগণিত ভক্ত হাজির হয়েছেন জয়রামবাটিতে। দিনভর চলবে নানান অনুষ্ঠান, বিশেষ পূজাপাঠ। বাগবাজারের মায়ের বাড়িতেও সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পূজা। সেখানেও ভক্তদের ঢল নেমেছে ভোর থেকে।