বিদেশ

বড়দিনে তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১৯

বড়দিনে তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা। দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে তুষার ঝড়। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। প্রবল তুষার ঝড়ের পাশাপাশি চলছে হালকা বৃষ্টিও। তুষার ঝড়ের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু এলাকা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। নিউ ইয়র্ক, বুফালো, পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলিনা ও কেন্টাগির এলাকা সব থেকে বেশি খারাপ পরিস্থিতি। মার্কিন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় হ্যারিকেনের গতিতে আছড়ে পড়ে তুষারঝড় ‘বম্ব সাইক্লোন’। এর জেরে ভেঙে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। তুষার ঝড়ের মধ্যে গাড়ি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় কয়েকজনের। সাইক্লোনে বেশ কিছু বাড়িরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুফালোর নিয়াগারা আন্তর্জাতিক বিমানবন্দর দুর্যোগের কারণে বন্ধ করা হয়েছে। সোমবার পর্যন্ত এখানে কোনও বিমান ওঠা-নামা করবে না বলে জানিয়েছে প্রশাসন।