দেশ

রাশিয়া থেকে ভারতে এল ‘তৃতীয় ভ্যাকসিন’ স্পুটনিক ভি-র দেড় লাখ ডোজ

রাশিয়া থেকে ভারতে এল স্পুটনিক ভি। আজ বিকেল ৪টে নাগাদ মস্কো থেকে বিশেষ বিমানে হায়দরাবাদে এল করোনার টিকা। প্রথম দফায় স্পুটনিক ভি-এর দেড় লাখ ডোজ ভারতে এসেছে । এই মাসেই রাশিয়া থেকে আরও ১০ লাখ ডোজ ভারতে আসার কথা রয়েছে । দেশে এখনও পর্যন্ত যে ভ্যাকসিনগুলি ব্যবহার করা হচ্ছে, কোভিশিল্ড ও কোভ্যাকসিন — দু’টিরই চাহিদা অনুযায়ী জোগান দেওয়া যাচ্ছে না টিকাকরণ কেন্দ্রগুলিতে। অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে, নাম নথিভুক্ত থাকা সত্বেও টিকা পাচ্ছেন না ইচ্ছুক ব্যক্তিরা। টিকাকরণ কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে অনেককেই। টিকার অপ্রতুলতার জন্য টিকাকরণই বন্ধ রেখেছে বহু সরকারি ও বেসরকারি হাসপাতাল। এই পরিস্থিতিতে তৃতীয় বিকল্প হিসেবে স্পুটনিক ভি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শনিবার তারই প্রথম দফার দেড় লাখ ডোজ় হায়দরাবাদে এসে পৌঁছাল ।