কলকাতা

৪৮ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২

শহর জুড়ে অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৪৮ কেজি গাঁজা, নগদ ১ লক্ষ ৬ হাজার টাকা এবং একটি দামী বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঝন্টু দাস এবং মিলন মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ঝন্টু মধ্যমগ্রামের বাসিন্দা। আর মিলন নিউটাউনের বাসিন্দা। এদের গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। আজ তাদের বারাসাত আদালতে পেশ করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের হারোয়া খাল এলাকায় হানা দিয়ে একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। সেই সঙ্গে বাইকের দুই আরোহীকেও প্রথমে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ/ এই দু’জনের সঙ্গে ছিল দুটি বস্তা। তার মধ্যে থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। দুই বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওড়িশা থেকে আমাদানী করা হয়েছিল এই গাঁজা। তারপর কলকাতার বিভিন্ন প্রান্তে সেটা বিক্রির পরিকল্পনা ছিল এই দু’জনের। এমনকি পুলিশের হাতে পাকড়াও হওয়ার আগেই এক জায়গায় গাঁজা বিক্রি করে ফিরছিল এই দুই যুবক। গাঁজা বিক্রির টাকাও উদ্ধার হয়েছে এই দু’জনের কাছ থেকে। পুলিশ জানিয়েছে এর আগেও গাঁজা উদ্ধারের হয়েছিল ঝন্টু দাসের কাছ থেকে। সেবারও গ্রেফতার হয়েছিল ঝন্টু। আজ ধৃতদের বারাসাত কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।