জেলা

‘পুষ্পা’ সিনেমার মত তেলের ট্যাঙ্কারে থেকে উদ্ধার ৩২০ কেজির গাঁজা, গ্রেফতার ২

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমা যাঁরা দেখেছেন তাঁদের নিশ্চয়ই মনে রয়েছে কীভাবে দুধের ট্যাংকারে চন্দনকাঠ ভরে পাচার করা হত। বাস্তবেও এবার খানিকটা একই ছবি দেখা গেল জলপাইগুড়িতে।  তবে এক্ষেত্রে চন্দনকাঠের বদলে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। আর দুধের ট্যাংকারের পরিবর্তে ছিল তেলের ট্যাংকার। গাঁজা পাচারের বড়সড় ছক বানচাল করল জলপাইগুড়ি জেলা পুলিশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি‌ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে তেলের ট্যাঙ্কারে করে গাঁজা পাচার করা হবে। এই খবর পাওয়া মাত্রই পাচারকারীদের ধরতে জাল বিছোয় পুলিশ। আর তাতেই মেলে সাফল্য। জানা গিয়েছে, জাতীয় সড়কে তেল ট্যাঙ্কার আসতেই তাকে দাঁড় করায় পুলিশ।  উদ্ধার করা হয় ৩২০ কেজি গাঁজা। তেলের ট্যাঙ্কারে এই বিপুল পরিমাণ গাঁজা পাচার কাণ্ডে কে বা কারা যুক্ত, তা নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ।