লাল রঙের টাটা সুমো গাড়ি সামনে ও পিছনে লেখা ‘কলকাতা পুলিশ’ ৷ আর সেই গাড়িতে চড়ে একটি পিকআপ ভ্য়ানের চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে ৷ অভিযোগ উঠেছে খোদ কলকাতা পুলিশের দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ! ইতমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে বড়বাজার থানার পুলিশ ৷ ধৃত দুই সিভিক ভলান্টিয়ারের নাম শেখ আকবর এবং জামিল মণ্ডল ৷ জানা গিয়েছে, রাজকুমার শেখ নামে পোস্তার এক বাসিন্দা ১৯ জানুয়ারি রাত এগারোটা নাগাদ বড়বাজার থানায় গাড়ি ছিনতাই এবং মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ অনুযায়ী, ১৯ জানুয়ারি তারিখ রাতের বেলায় নিজের বোলেরো পিকআপ ভ্যানটি বড়বাজারে স্ট্যান্ড রোড এবং আর্মেনিয়াম ঘাটের সংযোগস্থলে রেখেছিলেন তিনি ৷ ঠিক সেইসময় ‘কলকাতা পুলিশ’ লেখা একটি লাল টাটা সুমো করে দুই যুবক আসে । এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয় । পরে তাঁর গাড়িটি ছিনতাই করে পালিয়ে যায় ওই দুই যুবক ।