জেলা

ইউপি-তে কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ২ হেভিওয়েট নেতা, ছটপুজোর পর উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলে যোগ দিলেন উত্তরপ্রদেশের ২ কংগ্রেসের হেভিওয়েট নেতা। কমলাপতি ত্রিপাঠীর দুই নাতি ললিতপতি ও রাজেশপতি সোমবার তূণমূলে যোগ দিলেন। শিলিগুড়িতে তৃণমূল সুপ্রিমোর উপস্থিতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তাঁরা। কংগ্রেস থেকে পদত্যাগ করে উত্তরপ্রদেশে প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের সহ সভাপতি রাজেশপতি ত্রিপাঠি এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা উত্তরপ্রদেশের কংগ্রেসের সহ সভাপতি ললিতেশপতি ত্রিপাঠি এদিন তৃণমূলে যোগ দিলেন এই দুই হেভিওয়েট নেতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাতে সময় দিয়েও আমরা বাইরে অনেক কাজ করতে পারি।’ জানা গিয়েছে, ছটপুজোর পরই 

উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যোগীরাজ্যে বারাণসীতে যাবেন তিনি। বিজেপি শাসিত রাজ্যে যেতে বাধা নিয়েও এদিন সাংবাদিকদের সামনে সরব হন মমতা। তিনি দাবি করেন, ত্রিপুরাসহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না। এদিন অন্য রাজ্যের নানা দলগুলির প্রতিও আহ্বান জানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বলেন, ‘সারা দেশে ছোট ছোট অনেক দল রয়েছে। তাঁদের সকলকে আমরা সম্মান ও শ্রদ্ধা করি। সেই সমস্ত দলগুলিকে আমরা আহ্বান জানাবো।’ তৃণমূলে যোগ দেওয়া ললিতপতি ত্রিপাঠি এদিন বলেন, ‘উত্তরপ্রদেশে একটা বড় শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে। কাজটা মোটেই সহজ না। কংগ্রেস দুর্বল হয়ে পড়ছে। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করতে প্রস্তুত আছি।’

https://www.facebook.com/AITCofficial/videos/477506620092413