ঘুমের মধ্যেই প্রাণ খোয়ালেন দু’জন। গুরুতর জখম ৮। আজ, সোমবার উত্তরপ্রদেশের বরাবাকি জেলার ফতেপুরে কাকভোরে ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ি। খবর পেয়েই উদ্ধারকাজের জন্য পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিস আধিকারিকরা। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় ১২ জনকে। তড়িঘড়ি তাঁদের ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৮ জন। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে দু’জনেক। যদিও এখনও উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ধ্বংসাবশেষের নীচে এখনও তিন থেকে চারজন ব্যক্তির আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ওই তিনতলা বাড়িটি কিছু বছর আগেই নির্মিত। কিন্তু তার অবস্থা ছিল জরাজীর্ণ। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বরাবাকি জেলার উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দ্রুত ওই এলাকায় উদ্ধারকাজ শেষ করে, ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে।