হাতির হানায় মৃত্যু হল ১ বৃদ্ধা সহ ২ জনের। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জে। জানা গিয়েছে, মৃতরা হলেন মঙ্গল বাউরি(৪৫) ও তুলসী বটব্যাল(৭৫)। মঙ্গল বাউরি রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতির সামনে পড়ে যান। সেখানেই হাতির আক্রমণে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে তুলসীদেবী নিজের বাড়িতে থাকাকালীনই হাতির হামলার মুখে পড়েন। দু’জনের মৃতদেহই উদ্ধার করেছে পুলিস।