করোনা আবহে প্রায় সবাই বর্ষার মুখে ডেঙ্গির কথা ভুলেই বসেছিল। এবার কলকাতায় খোঁজ মিলল দুই ডেঙ্গি আক্রান্তের । তাঁদের মধ্যে একজনের বয়স ৭৮ বছর । অপরজন ১৩ বছরের কিশোরী । কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে এই দু’জনের চিকিৎসা চলছে । শেষ পাওয়া খবর অনুযায়ী, ডেঙ্গি আক্রান্ত ওই বৃদ্ধের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কিশোরীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক । পশ্চিমবঙ্গে সাধারণত জুনের শেষের দিক থেকে দেখা যায় ডেঙ্গির প্রকোপ । তবে গত বছর একটু দেরিতে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছিল । যে কারণে গতবছরের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা । আর এবছর জুনের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় দুই জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলল । মিন্টোপার্কের কাছে বেসরকারি একটি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত ওই বৃদ্ধের চিকিৎসা চলছে । অন্যদিকে, পার্কসার্কাসের কাছে একটি শিশু হাসপাতালে চিকিৎসা চলছে ওই কিশোরীর । মিন্টোপার্কের বেসরকারি ওই হাসপাতাল সূত্রের খবর, জ্বর নিয়ে কলকাতার মিডলটন স্ট্রিটের বাসিন্দা ওই বৃদ্ধকে 6 জুন হাসপাতালে ভরতি করানো হয় । উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হয় । রক্ত পরীক্ষায় বৃদ্ধের ডেঙ্গি পজ়িটিভ ধরা পড়ে । শেষ খবর পাওয়া পর্যন্ত, বৃদ্ধের জ্বর কমেছে । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।