দেশ

বৈষ্ণোদেবীতে ভয়াবহ ধস, মৃত ২ মহিলা পুণ্যার্থী, আহত একাধিক

ভয়াবহ দুর্ঘটনা বৈষ্ণোদেবীর পথে। আচমকাই পাহাড় থেকে বিশালাকার পাথরের চাঁই গড়িয়ে পড়ে ধস নামে। এর জেরে দু’জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলেই খবর। একাধিক পুণ্যার্থীর ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে লোহার কাঠামোও। আজ সোমবার দুপুরে বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে তিন কিলোমিটার দূরে  রিয়াসি জেলার পাঞ্চী এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়টি ঘটে। এই ধসের জেরে নির্দিষ্ট রাস্তাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে  বিপাকে পড়েছেন অসংখ্য পুর্ণ্যার্থী।  অনেকের আটকে পড়ার খবরও মিলছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজের পাশাপাশি রাস্তা মেরামতির কাজও  হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়েই শ্রী বৈষ্ণোদেবী মন্দির বোর্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের অবিলম্বে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই সেই ধস নামার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠছেন নেটিজ়েনরা। ধসের জেরে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ রয়েছে। প্রশাসনের তরফে সাময়িকভাবে এই তীর্থযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।