দেশ

অনন্তনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই, শহিদ ২ জওয়ান, আহত ৩

জম্মু – কাশ্মীরে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত দুই জওয়ান। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে অনন্তনাগে। গুলির লড়াইয়ে আহত আরও তিনজন। আহতরা ভর্তি হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অন্ততনাগের কোকেরনাগের গভীর জঙ্গলে। জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ এবং সেনাবাহিনী। আচমকা শুরু হয় গুলির লড়াই। শনিবার রাত পর্যন্ত চলে সেই লড়াই। গুলিবিদ্ধ হন পাঁচজন। তাঁদের মধ্যে দুইজন জওয়ানের মৃত্যু হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আহতদের মধ্যে একজন জওয়ান এবং দুইজন সাধারণ নাগরিক। তাঁদের শারীরিক অবস্থা সঙ্কটজনক। জঙ্গিদের খোঁজে এখনও চলছে তল্লাশি। গত এক বছরে কোকেরনাগে এটি অন্যতম ভয়াবহ হামলা জঙ্গিদের। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে এই কোকেরনাগেই জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছিলেন একজন কম্যান্ডিং অফিসার, মেজর এবং ডিএসপি।