লস্কর-ই-তৈয়বা এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এর অন্তত দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে এক এনকাউন্টারে। শ্রীনগর শহরের জাকুরা এলাকায় শ্রীনগর পুলিসের একটি এনকাউন্টারে মৃত্যু হয়েছে তাদের। কাশ্মীর জোন পুলিস একটি টুইটে এই খবর জানিয়েছে। কাশ্মীর জোন পুলিস জানিয়েছে, ইখলাক হাজাম শনিবারের এনকাউনটারে নিহত হয়েছেন। তিনি অনন্তনাগের হাসানপোরার এইচসি আলি মহম্মদের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।