কলকাতা ভাইরাল

রূপান্তরকামী নারীর ‘বুক টিপে’ পুরুষ রেল পুলিশের প্রশ্ন – এটা কি আসল? এর ওজন কত? কলকাতা পুলিশের দ্বারস্থ ২ নির্যাতিতা

ভর সন্ধ্যায় রবীন্দ্র সদনে ২ রূপান্তরকামী মহিলাকে নিগ্রহ করল RPF? হ্যাঁ, এমনটাই দাবি করলেন ২ নির্যাতিতা। প্রতিবাদে যোগ দিলেন তাঁদের সাথীরা, সাধারণ নাগরিকরাও। কী ঘটেছে ঠিক? এদিনের ঘটনার অন্যতম সাক্ষী এবং প্রতিবাদকারী বন্যা করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘সন্ধ্যা ৬:৩০টা নাগাদ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে রাণুছায়া মুক্তমঞ্চ থেকে আমার কিছু রূপান্তরকামী নারী বোনেরা আরজি করের ওই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে একটি শান্তিপূর্ণ সমাবেশ শেষ করে হাসপাতালের দিকে রওনা দিচ্ছিল। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের গেট নম্বর ১ এবং ২ এর যে প্ল্যাটফর্ম এন্ট্রির জন্য টিকিট পাঞ্চিংয়ের জায়গা আছে সেখানে টিকিট থাকা সত্ত্বেও একজন রূপান্তরকামী বোনকে এক মহিলা আরপিএফ ঢুকতে দেয় না। এবং বলা হয় উপর থেকে অর্ডার আছে যে সে ও তার সঙ্গীরা মেট্রোতে উঠতে পারবে না। এর প্রতিরোধে কী অর্ডার এবং কেন এমন অর্ডার জানতে চাওয়ায় আরেকজন পুরুষ আরপিএফ সেই রূপান্তরকামী বোনের বুক টিপে জিজ্ঞেস করে, এটা আসল না নকল? ওজন কত? এমন নোংরামির প্রতিবাদে তার সঙ্গীরা তেড়ে গেলে আরপিএফ রাম কিষন রাম আরেক রূপান্তরকামী বোনের হাতে হাত ডলতে বলে আসুন না আলাদা ঘরে গিয়ে একা কথা বলি। এরপর সেই কজন রূপান্তরকামী

মানুষ চিৎকার চেঁচামেচি ও প্রতিবাদ শুরু করে। তখন আরেকজন ট্রান্স বোনকে বুকে ধাক্কা মেয়ে সরিয়ে দেওয়া হয়।’ তিনি আরও জানান, ‘রাত ৮:৩০টা নাগাদ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আমি বাড়ির ফেরার জন্য যখন মেট্রো ধরতে গিয়েছি আমার বোনেদের স্টেশন মাস্টারের ঘরে দেখতে পেয়ে ছুটে যাই। জানতে পারি তারা ভবানীপুর থানায় এফআইআর করেছে এবং স্টেশন মাস্টারের অপেক্ষা করছে যিনি বিগত তিন ঘন্টা ধরে ডিউটিতে থাকা সত্ত্বেও স্টেশনে নেই। আমি একজন আরপিএফকে খুব নম্র ভাবে জিজ্ঞেস করি কী হয়েছে? উনি ভাবেন আমি অন্যান্য যাত্রীদের মতোই কৌতূহল নিয়ে এসেছি। আমাকে বলে ম্যাডাম কিছুই না আমার কলিগ শুধু ফিল নিতে চেয়েছিল ওর বুকটা অরিজিনাল না ফেক! আমি চিৎকার করে উঠলে উনি হেসে বলেন এত ইস্যু কেন করছেন? ইতিমধ্যেই তাঁরা ভবানীপুর থানায় FIR দায়ের করেছেন। এরপরই সেই থানা থেকে এসে সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়। তাঁরা আশ্বাস দিয়েছেন যে ২ অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তাঁরা। কিন্তু কেন আটকানো হয়েছিল এই ২ রূপান্তরকামী মহিলাকে? বন্যা জানিয়েছেন, ‘স্টেশন থেকে মিডিয়াকে বলেছে যেহেতু সেই রূপান্তরকামী বোনেরা we want justice স্লোগান তুলছিল তাই এত কাণ্ড।’