কেনাকাটা করতে বেরিয়ে নিখোঁজ একই পরিবারের দুই বধূ। খোঁজ মিলছে না একই পরিবারের ছ’ বছরের শিশুরও। হাওড়ার বালি এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ১৫ ডিসেম্বর থেকেই নিখোঁজ বালি আনন্দনগরের লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা দুই বধূ ও তাঁদের এক শিশুপুত্র। শুক্রবার পর্যন্ত দু’জন মহিলা ও শিশুটির কোনও সন্ধান মেলেনি। পরিবারের দাবি, গত বুধবার শীতপোশাক কিনতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাড়িক বড় বউ অনন্যা কর্মকার। সঙ্গে গিয়েছিলেন, ছোট বউ রিয়া কর্মকার। সঙ্গে ছিল রিয়ার ছেলে আয়ুশও। শ্রীরামপুর গিয়ে কেনাকাটা করবেন বলে স্থির করেছিলেন তাঁরা। বুধবার, ১৫ ডিসেম্বর বাড়ি থেকে বের হন। বালি থেকে শ্রীরামপুরে মার্কেটিং করতে আসার জন্য বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপর দুপুর ৩টে থেকেই তাঁদের সঙ্গে ফোনে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোন করলেই মোবাইলটি সুইচড অফ বলতে থাকে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও, আর কেউ বাড়ি ফেরেননি। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কারও কোনও খোঁজ মেলেনি। শাশুড়ি মিতা কর্মকার জানিয়েছেন, ছোট্ট নাতিকে নিয়ে ২ বউমা কোথায় ‘হারিয়ে’ গেলেন, সেটাই কূলকিনারা করতে পারছেন না তাঁরা। আয়ুষের বাবা, কর্মকার বাড়ির ছোট ছেলে প্রভাত কর্মকার জানিয়েছেন, সমস্ত আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ করা হয়েছে। কিন্তু পরিচিত কারও বাড়িতেই যাননি তাঁরা। এই পরিস্থিতিতে স্থানীয় নিশ্চিন্দা থানায় ‘মিসিং ডায়েরি’ করেছেন বাড়ির লোকেরা। ওদিকে, শ্রীরামপুর থানা সূত্রে জানা গিয়েছে যে, মোবাইলে শেষ লোকেশন শ্রীরামপুর পাওয়া গিয়েছে। অর্থাৎ ১৫ তারিখ মার্কেটিং করার জন্য তাঁরা ৩ জন শ্রীরামপুর পৌঁছেছিলেন। কিন্তু তারপর তাঁরা কোথায় ‘নিখোঁজ’ হয়ে গেলেন?