কলকাতা

কেন্দ্রের কাছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন

প্রতি জেলায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। সেই হিসাব অনুযায়ী মঙ্গলবার কেন্দ্রের কাছে ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছে রাজ্য কমিশনের তরফে। এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে সাধারণত থাকেন ১০০ থেকে ১০৫ জন সদস্য । তাঁদের মধ্যে পরিস্থিতি অনুযায়ী কাজে লাগানো হয় কম-বেশি ৮০ জনকে। ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে বুথের সংখ্যা যেখানে প্রায় ৬৯ হাজার সেখানে প্রতি জেলায় ১ কোম্পানি করে মাত্র কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার রাতে নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার রাজীব সিনহা(Rajeev Sinha) জানিয়েছিলেন দেশের সর্বোচ্চ আদালত যে রায় দেবে কমিশন তা মেনে চলবে। এরপর মঙ্গলবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ কে বহাল রেখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পরই রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে বৈঠক বসে।