জেলা পুজো

রথের দিন রথে চড়ে নগরপরিক্রমা করেন তারাপীঠের মা তারাও

বাংলার অন্যতম সতীপীঠ তারাপীঠের তারা মা এদিন রথে করে নগরপরিক্রমা করে থাকেন। তবে জগজ্জননীর রথ কাঠের নয়, পিতলের তৈরি রথে করেই পরিক্রমা করেন। সেই রথে দেবীকে বসিয়ে ধুমধাম করে ঘোরানো হয়। সেই বিশেষ রথ একটি সংরক্ষিত ঘরে রাখা থাকে। রথের দিন পিতলের রথ বের করে পুজো করা হয়। প্রতিষ্ঠার পর দেবীকে পুজো করে রথে বসানো হয়। প্রায় ২০০ বছরের প্রাচীন এই শক্তিপীঠ সাধক বামাখ্যাপার সাধনক্ষেত্র তন্ত্রচর্চার অন্যতম প্রতিষ্ঠান বলে মনে করা হয়। কথিত আছে, তারাপীঠের বিখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ তারাপীঠের রথযাত্রা প্রচলন করেছিলেন। এদিন প্রথমে তারাপীঠের দেবীকে বিশেষ পুজো করা হয়ে থাকে। বিশেষ আরতি করে দেবীকে পুজো করা হয়। পরানো হয় রাজবেশ। এদিকে পিতলের রথকে সুন্দর করে, ফুল দিয়ে সাজানো হয়। গোটা রথেজুড়ে দেবী অধিষ্ঠান করেন। এদিন তারাপীঠের সেবায়তদের কাঁধে চেপে শহরপরিক্রমা করে থাকেন। এদিন প্রসাদ হিসেবে বাতাসা ও প্যাঁড়া ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।