দেশ

ফের অস্বস্তিতে আপ! ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে দিল্লি মহিলা কমিশনের ২২৩ জন কর্মীকে ছাঁটাই

ভোটের মধ্যেই ফের উত্তপ্ত রাজধানী। দিল্লি মহিলা কমিশনের ২২৩ জন কর্মীকে ছাঁটাই করলেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই কর্মীদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় মূল অভিযুক্ত ডিডব্লিউসি-র চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। স্বাতী মালিওয়াল দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন। চলতি বছরের জানুয়ারিতে আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে। এরপর স্বাতী ডিডব্লিউসি-র চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিয়ম না মেনে ২২৩ জনকে নিয়োগ করেছিলেন তিনি। লেফটন্যান্ট গভর্নরের অফিসের জারি করা নির্দেশটি দিল্লি কমিশন ফর উইমেন অ্যাক্টের উদ্ধতি দিয়ে বলে যে, প্যানেলে ৪০ জন কর্মচারীর অনুমোদিত ক্যাপাসিটি রয়েছে এবং লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি ছাড়াই ২২৩টি নতুন পদ তৈরি করা হয়েছিল। আদেশে আরও বলা হয়েছে, চুক্তিতে কর্মচারী নিয়োগের এখতিয়ার কমিশনের নেই। এতে আরও বলা হয়েছে, কমিশনকে জানানো হয়েছিল যে তারা অর্থ বিভাগের অনুমোদন ছাড়া ‘সরকারের জন্য অতিরিক্ত আর্থিক দায়বদ্ধতা জড়িত’ এমন কোনও পদক্ষেপ নেবে না। একটি তদন্তেবলা হয়েছে, এই নিয়োগগুলি নির্দারিত পদ্ধতি অনুযায়ী করা হয়নি। এছাড়াও ডিডব্লিউসি-র কর্মীদের পারিশ্রমিক এবং ভাতাবৃদ্ধি পর্যাপ্ত ন্যায্যতা ছাড়াই এবং নির্ধারিত পদ্ধতি এবং নির্দেশিকা লঙ্ঘন করেছে।