কলকাতা

ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, আজ রাজভবনে রাত্রিবাস, আগামীকাল ৩ জনসভা মোদির

ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। ৩ মে রাজ্যে তিনটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ওইদিন কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব ও বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা রয়েছে। তার আগে বৃহস্পতিবার ২ মে রাজ্যে চলে আসার কথা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার রাজভবনে রাত্রিবাস করার কথা মোদির। প্রধানমন্ত্রীর রাজ্য সফর ঘিরে আজ কলকাতায় বিভিন্ন রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। কাল শুক্রবারও সকালে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা রয়েছে। মার্চের শুরুতেই কৃষ্ণনগর কলেজ মাঠে একটি সভা করেছিলেন। তাই এবার কৃষ্ণনগর লোকসভার তেহট্টতে সভা করার কথা রয়েছে মোদির। কৃষ্ণনগর আসনটিতে প্রচারে এবার জোর দিয়েছে গেরুয়া শিবির। তাই দুমাসের ব্যবধানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দুটি সভা করছেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায় । তিনি প্রার্থী হওয়ার পর ফোনে তাঁর সঙ্গে কথা বলে লড়াইয়ের মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর হয়ে নির্বাচনী প্রচার করবেন। পাশাপাশি কৃষ্ণনগর লোকসভা এলাকায় মতুয়া ভোটও বিজেপির লক্ষ্য।