আমেরিকা থেকে ভারতে ফিরতে পারেন আরও ২৯৫ জন অভিবাসী। সংসদে শুক্রবার এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছে মোদি সরকার। সেই সঙ্গেই জানানো হয়েছে, ওই অভিবাসীরা এই মুহূর্তে হেফাজতে রয়েছেন। মার্কিন প্রশাসনের পাঠানো নথি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে। এদিন সংসদে মার্কিন মুলুক থেকে অভিবাসী ভারতীয়দের ফেরানো প্রসঙ্গে জানতে চান সিপিএম সাংসদ জন ব্রিটাস। তিনি এও জানতে চান, ৫ ফেব্রুয়ারি ফেরত আসা অভিবাসীদের হাতকড়া পরিয়ে বিমানে বসানোর বিষয়ে কী পদক্ষেপ করেছে কেন্দ্র? জবাবে কেন্দ্র জানিয়েছে, এই নিয়ে হোয়াইট হাউসের কাছে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। পাশাপাশি পরবর্তী সময়ে অর্থাৎ ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি আমেরিকা থেকে আসা বিমানে থাকা মহিলা ও শিশুদের কোনও হাতকড়া পরানো হয়নি। সেই সঙ্গেই বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ”২০২৫ সালে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৩৮৮ জন ভারতীয় অনুপ্রবেশকারীকে ভারতে পাঠানো হয়েছে আমেরিকা থেকে। এরই সঙ্গে সম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে, আরও ২৯৫ জন ভারতীয়কে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ভারত সরকার ওই অভিবাসীরা কোন দেশের নাগরিক সেই তথ্য খতিয়ে দেখছে।”
