জেলা

নদীয়ায় একটি বন্দুক সহ গ্রেপ্তার ৩

নদীয়ায় একটি বন্দুক সহ তিন জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। গতকাল রাতে থানারপাড়ার এই ঘটনায় উদ্ধার হয়েছে ৫টি গুলিও। ধৃতদের নাম নজরুল শেখ ওরফে নজু(৩৬), মোকারিম শেখ (৩৪) ও সাদিফুল শেখ(৩০)।