দেশ

বিহারে পথ দুর্ঘটনায় ৩ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু

বিহারের জামুইয়ে সড়ক দুর্ঘটনায় তিন ইঞ্জনিয়ারিং পড়ুয়ার মৃত্যু। বৃহস্পতিবার ভোরে জামুই-লখিসরাই রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। লখিসরাই ইঞ্জিনিয়ারিং কলেজের তিন ছাত্র অটোরিকশায় চেপে জামুই স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন। মানঝাওয়া গ্রামের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন। মৃত ছাত্রদের নাম সরোজ কুমার, সাহিল কুমার এবং পঙ্কজ কুমার।