জেলা

সাগরদিঘিতে ডাম্পারের ধাক্কায় মৃত ২ মহিলা সহ ৩

সাগরদিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। জানা গিয়েছে,গতকাল রাতে স্কুটারে করে ২ মহিলা ও ১ যুবক যাচ্ছিলেন। সেই সময় একটি ছাই বোঝাই ডাম্পার স্কুটারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোম মন্ডল(২৮), বিথিকা মন্ডল(৪৩) এবং সঞ্চিতা মন্ডল(৩৬)-এর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিস। ঘটনার ফলে সাগরদিঘি-জঙ্গিপুর সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায়।