জম্মু-কাশ্মীরের কিষ্টাওয়ারে ‘জৈশ-ই-মহম্মদ’-এর কমান্ডার সইফুল্লা ও তার দুই সঙ্গীকে খতম করে বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। টানা দু’দিনের অভিযান শেষ হয় শুক্রবার রাতে। কিষ্টাওয়ারের চাত্রুর ঘন জঙ্গল থেকে উদ্ধার হয় সইফুল্লা ও তার দুই সঙ্গীর গুলিবিদ্ধ দেহ। তবে জৈশ-ই-মহম্মদ কমান্ডারের সঙ্গে থাকা অন্য এক জঙ্গি চিরুনি তল্লাশির সময় পালাতে পেরেছে। তার খোঁজ শুরু করেছে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। জম্মু-কাশ্মীরের আখনুর এলাকায় পাকিস্তানি অনুপ্রবেশকারী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু সেনা অফিসারের। সূত্রের খবর, ২০২৪ সালে জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর উপর যে দু’টি বড় হামলা হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিল সইফুল্লা। ওই দুই হামলায় একাধিক সেনা জওয়ান শহিদ হন। এপ্রিলের প্রথম সপ্তাহে সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে ‘জৈশ-ই-মহম্মদ’-এর ৪ সক্রিয় জঙ্গি পাকিস্তান সীমান্ত পেরিয়ে কিষ্টাওয়ারে ঢুকে পড়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের সাহায্য নিয়ে তল্লাশি চালিয়েও ওই চার জঙ্গির খোঁজ পাচ্ছিল না সেনাবাহিনী। এরপরেই সেনাবাহিনীর এক কর্তা ঘোষণা করে দেন, যাঁরা ওই ৪ জঙ্গির খোঁজ দিতে পারবেন তাঁদের মোটা টাকা ইনাম দেওয়া হবে। এই পুরস্কার ঘোষণাই সইফুল্লাদের ডেরার হদিশ দেওয়ায় সেনাবাহিনীকে। এক সেনা-কর্তা জানান, সইফুল্লাকে খতম করা বড় সাফল্য।
