রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে যেতেই ফের নারদা-সারদা তদন্ত শুরু হল। সূত্রের খবর, নারদা কাণ্ডে ফিরহাদ হাকিম, মদন মিত্র ও প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিস পাঠাল। সূত্রের খবর, এই নোটিসে ইডি জানতে চেয়েছে ওই তিন নেতার আয়-ব্যয়ের হিসেব। গত বছরই একে একে সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ নিজাম প্যালেসে সিবিআই দফতরে গিয়ে ভয়েস স্যাম্পেল দিয়ে এসেছেন। এর পরে এ বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে ইডির তরফ থেকে নারদা কাণ্ডে জড়িত বেশকিছু তৃণমূল নেতা নেত্রীর কাছে নোটিস গিয়েছিল। তাঁদের ব্যাঙ্ক ডিটেলস এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা করতে বলা হয়েছিল ইডির কাছে। জানা গিয়েছে, এবার আবার নোটিস গেল তিন নেতার কাছে। তবে শাসক দল সূত্রের খবর, নির্বাচনের বাকি মাস ছয়েক। তার আগে প্রতিবারের মত এবারেও শাসক দলে আতঙ্ক ছড়াতেই এই নোটিশ পাঠানো হচ্ছে।মুখ্যমন্ত্রী আগেই অভিযোগ করেছিলেন, বাংলা দখল করতে নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই ইডি ও সিবিআই-এর মতো এজেন্সিকে কাজে লাগাবে বিজেপি। তাঁর আশঙ্কা যে অমূলক ছিল না, এদিনের পর তা ফের প্রমাণ হল। রাজনৈতিক মহলের মতে, এভাবে যতই নির্বাচন এগিয়ে আসবে, ততই ইডি-সিবিআই’কে লেলিয়ে দেওয়া হবে। কারণ, সোজা পথে বাংলা দখল করা অসম্ভব বুঝে মোদি-শাহ জুটি এই এজেন্সির ভয় দেখাচ্ছে।