বিদেশ

ইরানের পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩২

ইরানের একটি পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে প্রাণ হারালেন কমপক্ষে ৩২জন। আহত বেশ কয়েকজন। তবে ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটছে তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।  জানা গিয়েছে, শুক্রবার উত্তর ইরানের গিলান প্রদেশের ল্যাঙ্গারাড শহরের একটি পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ আগুন লাগে। শহরের ডেপুটি গভর্নর মহম্মদ জালাই জানিয়েছেন, “এই ঘটনায় ১৬ জন আহত হয়েছেন যাঁদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক।” তবে এখনও পর্যন্ত কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। এনিয়ে গিলান প্রদেশের প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে ওই পুনর্বাসন কেন্দ্রের ম্যানেজার-সহ সন্দেহজনক বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা  হয়েছে।