কলকাতা

করোনায় আক্রান্ত মেডিক্যাল কলেজের ৩৮জন চিকিত্‍সক

একসঙ্গে মেডিক্যাল কলেজের ৩৮ জন চিকিত্‍সক করোনা আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় সমস্যার মুখে মেডিক্যাল কলেজের পরিষেবা। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, যে ৩৮ জন চিকিত্‍সক করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ২৬ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বা পিজিটি চিকিত্‍সক। বাকি ১২ জন ফ্যাকাল্টি অর্থাত্‍ শিক্ষক চিকিত্‍সক। তাঁরা প্রত্যেকেই করোনা চিকিত্‍সায় যুক্ত ছিলেন। এভাবে একসঙ্গে ৩৮ জন চিকিত্‍সক করোনা আক্রান্ত হওয়ায় বড় বিপর্যয়ের মুখে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা। এখনও করোনা চিকিত্‍সার জন্য মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন অসংখ্য রোগী। তাই দরকার চিকিত্‍সকদের। কিন্তু এভাবে একসঙ্গে এতজন চিকিত্‍সক করোনা আক্রান্ত হওয়ার তাঁদের এই মুহূর্তে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে চিকিত্‍সা কে করবে? এই চিন্তা ভাবাচ্ছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, রোগী পরিষেবা যাতে চালু থাকে তার জন্য স্বাস্থ্য দফতরে চিঠি দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি আর্জি জানিয়েছেন, পরিষেবা চালু রাখতে হলে চিকিত্‍সক দরকার। তাই মেডিক্যাল কলেজে জরুরি ভিত্তিতে যেন চিকিত্‍সক পাঠানো হয়, এমনটাই আর্জি জানিয়েছেন তিনি। সূত্রের খবর, মেডিক্যাল কলেজের অধ্যক্ষের এই আর্জি মেনে নিয়েছে স্বাস্থ্য ভবন। খুব তাড়াতাড়ি মেডিক্যাল কলেজে চিকিত্‍সক পাঠানো হবে।