মালদায় পাঁচ লক্ষ টাকার জাল নোট উদ্ধার। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোবাইল। বুধবার এই ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার গোলাপগঞ্জে। পুলিস ৩ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের বাসিন্দা। জালনোট কিনতে এই করোনাকালেও মুম্বই থেকে মালদায় এসেছিল মুক্তার আহমেদ আনসারী ও মহম্মদ ওয়াসিম খান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুক্তারের বাড়ি মুম্বইয়ের চনাবাত্তি এলাকায়। ওয়াসিমে মহারাষ্ট্রের রায়গর জেলার কামথ এলাকায় বাড়ি। এদিন তাদের মোথাবাড়ি থানার বাবেরবোনা এলাকায় ঘুরতে ফিরতে দেখেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারাই খবর দেয় পুলিশ আধিকারিকদের। পুলিশ এসে তল্লাশি চালাতেই, তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫ লক্ষ টাকার জালনোট। আড়াই লক্ষ টাকায় ওই জালনোট বিক্রি করেছিল মালদার মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা মহম্মদ আসাদুল শেখ। পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, প্রত্যেকটি ৫০০ টাকা মূল্যের জাল নোট ছিল। সেগুলি পাচারের আগেই উদ্ধার করা হয়েছে। তবে আসাদুল নোটগুলি কোথায় পেল, না কি সে নিজেই তৈরি করে, তা এখনও স্পষ্ট নয়। বিগত জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।