জেলা

পুলিস দিবসে রাজ্যের পুলিস কর্মীদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

আজ পানাগড়ে বক্তব্য রাখলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পুলিশ দিবসে কর্মীদের শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, বিগত দু’ বছর ধরে চলতে থাকা কোভিড পরিস্থিতির মোকাবিলায় পুলিশ ফোর্সের ভূমিকা অপরিসীম। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা দিবারাত্র মানুষকে নিরাপদে রাখা ও তাদের সতর্ক করার কাজ করে গেছেন নিরলসভাবে। তাঁদের এই লড়াইকে কুর্নিশ জানাই। এছাড়াও তাঁদের জন্যই রাজ্যবাসী সারাবছর সুরক্ষিত থাকে। সমাজের প্রতি তাঁদের অবদানকে স্বীকৃতি জানাতেই পুলিশ ডে পালন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তিনি এও বলেন, “হাজারটা ভাল কাজ করতে গেলে একটা ভুল হতে পারে। তা নিয়ে গোটা ফোর্সকে বদনাম করা উচিত নয়। যাঁরা করেছেন তাঁদের শুভবুদ্ধির উদয় হোক। অন্যদিকে, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে আগে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পুলিশ দিবসের তার অন্যথা হল না। এদিন টুইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নাম না করে রাজ্য পুলিশকে কটাক্ষ করলেন তিনি। টুইটারে ধনকড় লেখেন, “আশা করি, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে। মানবাধিকার যোদ্ধার কাজ করবে।” কটাক্ষ করে বলেন, “পুলিশের রাজনীতিকরণ হলে গণতন্ত্রের বিপদ।”পানাগড় থেকে তার পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানাগড়ের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপালের এই টুইটের পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পুলিশকে কুর্নিশ। অনেকেই  দেখলাম টুইটে ব্যঙ্গ করছে। তাঁদের বলব, হাজারটা কাজ করলে দু-একটা ভুলভ্রান্তি হতেই পারে।” উল্লেখ্য, বুধবার সকালেই টুইটে পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুর্নিশ জানিয়েছেন পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদেরও।

https://twitter.com/jdhankhar1/status/1432964755375804416