তারাপীঠে ৪টি বোমা ভর্তি বালতি উদ্ধার করল পুলিস। আজ, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে তারাপীঠের খমেড্ডা গ্রামের কয়াল পুকুরের পাড় থেকে এই বোমা বোঝাই বালতিগুলি খুঁজে পায় পুলিস। ইতিমধ্যেই গোটা এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। পুলিসের তরফে জানানো হয়েছে, কে বা কারা, কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা তদন্ত করে খতিয়ে দেখা হবে।