জেলা

মুর্শিদাবাদে নিয়ন্ত্রন হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল ডাম্পার, মৃত ৪

নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ল ডাম্পার। মৃত ৪। আশঙ্কাজনক একজন। আজ সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ভালকুন্দি গ্রামের বিষ্ণুপুর শেরপুর রাজ্য সড়কে। সে সময় ওই চায়ের দোকানে বেশ কয়েকজন চা খাচ্ছিলেন।  দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পাশাপাশি হাসপাতালে যাওয়ার পথে আরও দুই জন মারা যান। মৃতেরা হলেন, দিয়াড়ার বাসিন্দা প্রকাশ মার্জিত (২৯),  বড়ো ভাল কুন্দির বাসিন্দা উজ্জ্বল সেখ (১৮), ছোট ভালকুন্দির আলামিন সেখ (৬৫) ও হেপজুল সেখ (৬৫)। এছাড়াও একজন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে তাঁর পরিচয় এখনও মেলেনি। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।