দেশ

ছত্তীশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৪ মাওবাদী

ছত্তীশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৪ মাওবাদী। আজ সকালে মাওবাদীদের সঙ্গে ওই সংঘর্ষ হয় বিজাপুর জেলার পোমরা জঙ্গলে। গোপন সূত্রে খবর ছিল, মিরতুর থানা এলাকার ওই জঙ্গলে লুকিয়ে রয়েছে ৩০-৪০ জন মাওবাদী। সেই খবর পেয়ে অভিযান চালায় সিআরপিএফ, ডিআরজি ও এসটিএফ। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়েই বাহিনীর উপরে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলিতে নিহত হয় ৪ মাওবাদী। এদের মধ্যে ২ জন মহিলা। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দর রাজ সংবাদমাধ্যমে জানান, নিহতদের কাছে থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি থ্রি ওয়ান ফাইভ রাইফেল, দুটি দেশি বন্দুক ও বিপুল গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে বিস্ফোরক, ডিটোনেটার, ক্যাম্প তৈরির সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ মাওবাদী ও যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই হয়। এরপর এলাকায় তল্লাশির সময় ৪ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২ জন মহিলাও রয়েছে। আরও কোনও মৃতদেহ জঙ্গলে পড়ে রয়েছে কিনা তা খুঁজে দেখতে তল্লাশি করা হচ্ছে। ওই সংঘর্ষে যৌথবাহনীর কেউ আহত হয়নি। মৃত মাওবাদীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।