ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও হাওড়ার একটি ফ্ল্যাটের পর মধ্যরাতে শিবপুরের অন্য এক আবাসনেও তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিস। হাওড়ার শিবপুরের মন্দিরতলায় অপ্রকাশ মুখোপাধ্যায় লেনে ব্যবসায়ী শৈলেশ পান্ডের সেই ফ্ল্যাটে মিলল নগদ ৫ কোটি ৯৫ লক্ষ টাকা ও গহনা। বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা আটটি ব্যাগে উদ্ধার আরও কয়েক কোটি টাকা। পুলিসের অনুমান পান্ডেদের কুবেরের ধনের নেপথ্যে অনলাইন কোর্সে বেআইনি লেনদেন রয়েছে। কিন্তু বেপাত্তা শৈলেশ। তবে শৈলেশ ছাড়াও নজরে রয়েছে দুই ভাই অরবিন্দ এবং রোহিত। সকালে গাড়ি থেকে উদ্ধার হয়েছিল দু-কোটি টাকা। রাতে বাড়ি থেকে উদ্ধার হল পাঁচ কোটি পঁচানব্বই লাখ। শৈলেশ পান্ডের গাড়ি আগেই বাজেয়াপ্ত করেছিল পুলিস। এবার সিল করে দেওয়া হল তা মন্দিরতলার অপ্রকাশ মুখার্জি রোডের বৈভব অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট। রাতে আবাসনে পুলিস আসতেই চাঞ্চল্য শুরু হয়ে যায়। আবাসনের চার তলার ফ্ল্যাটে তল্লাশি শুরু করে পুলিস। রাত সাড়ে বারোটা পর্যন্ত চলে তল্লাশি। সেখান থেকে উদ্ধার হয় পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার গয়না। রবিবার শৈলেশের গাড়ি থেকেও মিলেছিল সোনা, রুপো এবং হিরের গয়না। তল্লাশি চালানোর সময় আবাসনের দুজনকে সাক্ষী হিসেবে ডেকে নেয় পুলিস। হাওড়ায় শৈলেশ পান্ডের দুটি বাড়ি থেকে মোট ৮.১৫ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়া দুটি ল্যাপটপ, একটি ট্যাব, বেশ কিছু গয়নাগাঁটি এবং ব্যাঙ্কের নথি মিলেছে। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ২০ কোটি টাকা ব্লক করেছেন এবং অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে ২ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছেন।