বছরের প্রথম সপ্তাহ থেকেই দক্ষিণ-পূর্ব রেল পাঁচটি মেল/এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের তরফে ট্রেন চালানো সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, ট্রেনগুলির পরিষেবা চালু হলে পুরুলিয়া, বাঁকুড়া জেলার মানুষের অনেক সুবিধা হবে। মেদিনীপুর, বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে যোগাযোগ সহজ হবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬৮০৩৫/ ৬৮০৩৬ টাটানগর-হাতিয়া দৈনিক ট্রেনটি ৩ জানুয়ারি হাতিয়া থেকে সন্ধ্যা ৬টা ১০মিনিটে ছাড়বে। আর ৪ জানুয়ারি টাটানগর থেকে সকাল ৫টা ৪০মিনিটে হাতিয়ার উদ্দেশে রওনা দেবে। একইভাবে ৬৮০৪১/৬৮০৪২ আদ্রা-বরকাখানা মেমু ট্রেনটি ২ জানুয়ারি থেকে দৈনিক চলবে। তবে ট্রেনটি প্রতি রবিবার এক্সপ্রেস ট্রেন হিসেবে চালানো হবে। এছাড়া ২ জানুয়ারি থেকে ৫৮৬৬১/ ৫৮৬৬২ হাতিয়া-টাটানগর প্যাসেঞ্জার ট্রেনটি দৈনিক হিসেবে চলবে। একইভাবে ০৮০৪৫/ ০৮০৪৬ খড়্গপুর রাঁচি স্পেশাল ট্রেনটি ২ জানুয়ারি সকাল ৪টে ৪০ মিনিটে খড়্গপুরে ছাড়বে। ট্রেনটি ৪ জানুয়ারি বিকেল ৩টে ৪০মিনিটে রাঁচি থেকে খড়্গপুরের উদ্দেশে রওনা দেবে। এরপর ট্রেনটিকে দৈনিক হিসেবে চালানো হবে। ৫৮৬৫৯/ ৫৮৬৬০ হাতিয়া-রাউলকেল্লা প্যাসেঞ্জার ট্রেনটি দৈনিক হিসেবে চলবে। ট্রেনটি ২ জানুয়ারি বিকেল ৩টে ৫ মিনিটে হাটিয়া থেকে এবং ৩ জানুয়ারি সকাল ৪টে ৪০ মিনিটে রাউলকেল্লা স্টেশন থেকে ছাড়বে। করোনা পরিস্থিতির মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। আদ্রা ডিভিশনের ডিআরএম নবীন কুমার বলেন, নির্দেশ মতো ট্রেন পরিষেবা শুরু হয়েছে। সকল যাত্রীকে ট্রেনে যাতায়াতের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। নিজেদের সতর্ক থাকতে হবে।