ভারতীয় বায়ুসেনার এয়ার শো দেখতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন পাঁচ দর্শক। রবিবার চেন্নাইয়ে এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু থেকেই মাত্রাতিরিক্ত ভিড়, নাজেহাল করা গরম, পানীয় জলের অভাব এবং আয়োজকদের অব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন দর্শকরা। যদিও ভিড়ের জন্য কারও মৃত্যু হয়নি বলে দাবি তামিলনাড়ু সরকারের। এয়ার শো শেষে বাইকে চেপে বাড়ির উদ্দেশে রওনা হন এক দর্শক। ট্রাফিক জ্যামে আটকে থাকার সময় সান স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এয়ার শো চলাকালীনই ভিড়ের মধ্যে অসুস্থবোধ করছিলেন ওই দর্শক। স্বেচ্ছাসেবকরা তাঁকে ভিড় থেকে বাইরে বেরোতে সাহায্য করেন।’ ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে বলে জানিয়েছেন এক সিনিয়র মেডিক্যাল অফিসার। অভিযোগ উঠেছে, লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে ১৫ লক্ষ দর্শক আনার টার্গেট নেওয়া হয়। আর তাই চূড়ান্ত অব্যবস্থা সত্ত্বেও চেন্নাইয়ে ভারতীয় বায়ুসেনার এয়ার শো-র আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চেন্নাই সিটি পুলিশের তরফে ভিড় এবং ট্রাফিক ব্যবস্থা সামাল দেওয়ার ক্ষেত্রেও গাফিলতি ছিল বলে অভিযোগ দর্শকদের।