ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু হয়েছে।দগ্ধ হয়েছেন অনেকে। মঙ্গলবার মধ্যরাতে ১০তলা এই আবাসিক ভবনের পার্কিং ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সেই সময় আবাসনে প্রায় প্রতিটি বাসিন্দা ছিলেন। তখনই অগ্নিকাণ্ডটি ঘটে। ভিয়েতনামের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ‘কর্তৃপক্ষ প্রায় ৭০ জনকে উদ্ধার করেছে। এছাড়া অন্তত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ৫০ জন মারা গেছেন।’ বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।