বিদেশ

নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫০০ তিমির দেহ

নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপের সমুদ্র উপকুলে প্রায় ৫০০ মৃত তিমির দেহ ভেসে এসেছে। প্রাথমিকভাবে ধরাণা করা হচ্ছে, হাঙরে ভরা ওই সমুদ্রে কোনওভাবে পথ হারিয়েছে বা আটকে পড়েছিল বড় আকারের তিমিগুলো। এর ফলেই এগুলোর গণমৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কানজারভেশনের সামুদ্রিক প্রযুক্তি উপদেষ্টা ডেভ লুন্ডকুইস্ট জানিয়েছেন, মানুষ ও তিমি উভয়ের জন্য হাঙ্গরের আক্রমণের ঝুঁকির কারণে আটকে পড়া তিমিগুলোর পুনরায় ভেসে যাওয়া সম্ভব হয় না। বেঁচে থাকা তিমিগুলো আরও দুর্ভোগ এড়াতে আত্মহত্যার পথ বেছে নেয়।স্থানীয় সূত্র জানিয়েছে, চ্যাথামের আশেপাশের সমুদ্রে হাঙরের আনাগোনা রয়েছে। তাই তটের দিকে ছুটে আসা তিমিদেরও যেমন সমস্যা, তেমনই বিপদ উদ্ধারকারী দলেরও।