ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বুধবার রাতে জাপানের নাগাসাকি শহরে তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। যদিও এরপর সুনামি সতর্কতা জারি হয়নি। বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। উল্লেখ্য, এপ্রিলের শুরুতেই ভূমিকম্প হয়েছিল জাপান। ফাটল দেখা গিয়েছিল একাধিক রাস্তায়।