ছয়টি বাচ্চাকে উদ্ধার করা হল বিজেপি নেতার খামারবাড়িতে চলা একটি পতিতালয় থেকে ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে মেঘালয় থেকে ৷ টুরায় নিজের খামারবাড়িতে পতিতাপল্লিটি চালাতেন বিজেপির রাজ্য সহ-সভাপতি বার্নার্ড এন মারাক, জানিয়েছে পুলিশ ৷ যদিও অভিযুক্ত বিজেপি নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ এনপিপি নেতা মুখ্যমন্ত্রী কনরার্ড কে সাংমা প্রতিহিংসার রাজনীতি করছেন বলে পালটা অভিযোগ তুলেছেন গেরুয়া নেতা ৷ স্বভাবতই অস্বস্তিতে গেরুয়া শিবির ৷ পশ্চিম গাড়ো হিলস জেলার রিম্পু বাগান খামার বাড়িতে আট ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ৷ এর মালিক জঙ্গি-টার্নড-নেতা মারাক ওরফে রিম্পু ৷ গাড়ো হিলস জেলার পুলিশ প্রধান বিবেকানন্দ সিং জানান, পুলিশ ৬ জন বাচ্চাকে উদ্ধার করেছে ৷ এর মধ্যে ৪ জন ছেলে এবং একটি মেয়ে ৷ ৩০ টি ঘরওলা ওই খামার বাড়ির একটি নোংরা স্যাঁতস্যাঁতে ঘরে ভিতর থেকে বন্ধ করে রাখা হয়েছিল ৷ পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় প্রচণ্ড আতঙ্কিত ছিল শিশুরা। ভালভাবে কথা বলতেও পারছিল না। শুধু মধুচক্র নয়, মানবপাচারের অভিযোগ উঠেছে রিম্পুর বিরুদ্ধে। মধুচক্র এবং মানবপাচারের অভিযোগ পাওয়ার পরই এই রিসর্টে হানা দেয় পুলিশ। বহু তরুণ-তরুণী খোলা জায়গায় প্রকাশ্যে মদ পান করছে ৷ কোথাও কোথাও ঘরে, গাড়ির মধ্যেও কম জামাকাপড় পরে অথবা নগ্ন অবস্থায় ছিল তারা ৷ একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে ৬৮ জন তরুণ-তরুণীকে আটক করা হয়েছে৷ অনেকে অবশ্য অন্ধকারে পালিয়ে গিয়েছে ৷ পুলিশ ম্যানেজার, কেয়ারটেকার এবং অন্য ৩জন কর্মীকেও গ্রেফতার করেছে ৷ বাজেয়াপ্ত হয়েছে ৩৬টি গাড়ি, ৪৭টি মোবাইল ফোন, ১ লক্ষ ৬৮ হাজার ২৬৮ মিলিলিটার মদ, ৫০০ অব্যবহৃত কন্ডোম এবং আরও সব নিষিদ্ধ জিনিসপত্র ৷ এসব থেকেই স্পষ্ট যে ওই রিম্পু বাগান কমপ্লেক্স এলাকাটি মারাকের৷ জায়গাটি বেশ্যাবৃত্তির জন্য ‘পতিতালয়’ হিসেবে কাজে লাগানো হত, বিবৃতিতে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনার পর গাড়ো ট্রাইবাল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল-এর নির্বাচিত সদস্য মারাক মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন ৷ তাঁর দাবি, “মুখ্যমন্ত্রী মরিয়া হয়ে উঠেছেন ৷ তিনি জানেন যে দক্ষিণ টুরার আসনটি বিজেপির কাছে হারবেন ৷ আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য খামারবাড়িতে তল্লাশি চালানো হয়েছে৷ এটা রাজনৈতিক প্রতিহিংসা ৷” গ্রেফতারি এড়াতে শনিবার রাত থেকে তিনি বেপাত্তা ৷